এখুনি নিয়ে নিন ITExpertBD এর অসাধারণ একটা ব্লগার Template, একদম ফ্রীতে [Original + With Demo]
আসসালামু আলাইকুম। কেমন আছেন? I Hope সবকিছু ভালোই চলছে আপনাদের। তো অনেক দিন পর আবারো নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের এই পোস্ট এ আমি শেয়ার করব ITExpertBD এর Original ব্লগার Template.
আপনারা বর্তমানে ITExpertBD তে যে থিম টা দেখতে পারছেন, এই পোস্ট এ আমি এই Template টাই শেয়ার করব।
আমরা যারা ব্লগার আছি তারা সবসময় খুঁজে বেড়ায় ভালো দেখে একটা Template বাট খুঁজে পাইনা। আর কোনো ভাইয়ের কাছে যদি ভালো দেখে Template চাই তাহলে সে টাকা চেয়ে বসে। তো আজকের এই পোস্ট এ আমি আপনাদের মাঝে ITExpertBD এর ব্লগার Template টা ফ্রীতে শেয়ার করব।
ব্লগার Template টার বেশ কিছু ফিচার দেখে নিন:
1. টেমপ্লেট টা সম্পুর্ণ Seo Friendly। এই টেমপ্লেট টা ব্লগে ইউজ করলে Seo করতে অনেক সুবিধা হবে।
2. টেমপ্লেট টা সম্পুর্ণ Adsense সাপোর্টেড। আপনার ব্লগে এইটা ইউজ করলে Adsense পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।
3. টেমপ্লেট টা অনেক Responsive ফলে Mobile Screen এবং Desktop Screen এ Responsive হবে।
4. টেমপ্লেট টার ডিজাইন টা অসাধারণ যেটা আপনারা Demo এবং Screenshot দেখলেই বুঝতে পারবেন।
5. টেমপ্লেট টাতে আরো অনেক ফিচার আছে যেটা আপনারা আপনার সাইটে ইউজ করলেই বুঝতে পারবেন।
প্রথমে Template টার ডেমো টা দেখে নিন:
Link: See The Demo Of Template
ব্লগার টেমপ্লেট টার Design এর Screenshot দেখে নিন:
তো কেমন লাগলো টেমপ্লেট টা?? যদি ভালো লেগে থাকে তাহলে এখুনি নিচের লিংক থেকে Template টা ডাউনলোড করে নিন:
Link: ITExpertBD Blogger Template Free Download.xml
Size: 297 KB+