কম্পিউটারে সফটওয়্যার ছাড়া ফ্রি ভিপিএন ব্যবহার করার নিয়ম । [ Free VPN without software ]
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন আমার ব্লগে আপনাদের সবাইকে আবারো স্বাগতম । আমাদের আজকের বিষয় হলো কম্পিউটারে ফ্রি ভিপিএন ব্যবহার করার নিয়ম । আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা বেশির ভাগই জানি ভিপিএন কি ? কি কারণে ব্যবহার করতে হয় আর যদি না জানেন বিস্তারিত এই পোস্ট টি থেকে পড়ে নিন ।
আমরা জানি কম্পিউটারের ভালো ভিপিএন পেতে হলে অবশ্যই কিনে ব্যবহার করতে হয় এর মধ্যে কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আমাদের ফ্রি তে ব্যবহার করতে দেয় । আর এই Free VPN ব্যবহার করতে হলে ফ্রি ভিপিএন এর সার্ভার লাগবে তা দিবে একটি সাইট যার নাম https://www.vpngate.net/en/ আমরা এখানে থেকে একটি সার্ভার নিব তা আবার আমাদের কম্পিউটারে ব্যবহার করব । আমাদের কম্পিউটারের আগে থেকে কোন সফটওয়্যার ছাড়া ভিপিএন ব্যবহার করার জন্য অপশন আছে যেটার মাধ্যমে আমরা ঐ ফ্রি ভিপিএন সার্ভারে যুক্ত হবো ।
তো চলুন শুরু করিঃ
আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেম টি হলো উইন্ডোজ ১০ আর আপনার যদি উইন্ডোজ ৭ হয় তাহলে আমি পোস্টের শেষ একটা ভিডিও দিব ঐ ভিডিও টি দেখে আপনি সেটআপ করে নিবেন । তো আমার উইন্ডোজ ১০ হওয়ায় আমি দেখাব কিভাবে উইন্ডোজ ১০ ফ্রি ভিপিএন ব্যবহার করবেন কোন সফটওয়্যার ছাড়া ।
১। প্রথমে Setting প্রবেশ করুন তারপর Network And Internet এ যান ।
২। তার VPN এ ক্লিক করুন এবং দেখুন লেখা আছে Add a VPN connection এইখানে ক্লিক করুন ।
৩। এখন আমাদের এখানে সব তথ্য দিতে হবে আর এই সব কোথায় পাবো ? এসবের জন্য যেতে উপরে দেওয়া সাইটে ।
https://vpngate.net প্রবেশ করার করার পর আপনি অনেক গুলো সার্ভার দেখতে পারবেন যত নিচে নামবেন তত দেখতে পারবেন । আপনার যে সার্ভার টির সাথে কানেক্ট করা দরকার সেটি খুঁজে নিতে হবে , আমার United States এর সার্ভারে কানেক্ট হওয়ার দরকার আপনার যেটি দরকার আপনি সেটির মার্ক করার অংশ টি ভালো ভাবে কপি করে নিবেন ।
ঐ অ্যাড্রেস টি কপি করার পর আবার VPN এর সেট আপ যেতে হবে । এবং নিচের মত করে সব দিতে হবে ।
VPN Provider: এইখানে থেকে Windows (built-in) সিলেক্ট করে দিবেন ।
Connection Name: এইখানে আপনি যেকোন নাম দিতে পারনে কিন্তু ভালো হয় যেই সার্ভার সেটির নাম দিলে এতে আপনার চিনতে সুবিধা হবে । আমি যেই সার্ভার টি নিয়েছি সেটির নাম দিছি ।
Username: এইখানে vpn দিতে হবে আর বাকি স্ক্রিনশটে যেমন আছে তেমন ই রাখবেন এর পর Save দিবেন ।
৪। উপরের কাজ গুলো সঠিক ভাবে করলে ভিপিএন ঠিক ভাবে অ্যাড হয়ে যাবে এখন তা কানেক্ট করার জন্য Task Bar থেকে কানেক্ট করে নিবেন ।
৫ । Username & Password চাইবে তো আমরা শুধু ইউজারনেম দিয়েছিলাম vpn সেটি দিয়ে OK দিন ।
আমার লোকেশন সত্যি পরিবর্তন হয়েছে কি না আমি United States এ কানেক্ট হয়েছি কিনা শিওর হতে আমি whatismyipaddress.com গিয়ে চেক করলাম ।