মাত্র ২০০-৩০০ টাকা খরচ করে নিজে তৈরি করুন ইনকিউবেটর (ডিম ফুটানোর মেশিন)।

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা ঘরে বসে নিজে একটি ডিম ফুটানোর মেশিন বা ইনকিউবেটর তৈরি করবেন। তো চলুন আর কোন কথা না বলে কাজে লেগে পড়ি
যা যা লাগবেঃ
১.১টি ওয়াটার ক্যান।

২.temperature(তাপমাত্রা)ও humidity(আদ্রতা) মিটার,যা অনেক ডিজিটাল ঘড়িতে পাওয়া যায়।

৩.১টি হ্যোমিওপ্যাথিক টিউব।

৪.রেগুলেটর দিয়ে সেট করা একটি বাল্ব যা ৬০ ওয়াটের বাল্ব হলে চলবে।

এখন আপনাদের মনে একটি প্রস্ন রেগুলেটরি দিয়ে বাল্ব কিভাবে সেট করে কারনের কিছু নেই নিচের ছবিটি দেখুন & সেট করে নিন।

৫.১টি টিফিন বক্স ঠিক ছবির মত।

৬.১টি বাটি বেশি বড় নিবেন না ঠিক ছবির মতো নিন এর থেকে একটু ছোট হলে অসুবিধা নেই।

৭.১টি মার্কা কলম।
৮.বিদ্যুৎ সংযোগ যা অবশ্যই লাগবে।

এখন তো  ইনকিউবেটর তৈরির জন্য উপাদান সংগ্রহ করলাম এখন চলুন আসল কাজ শুরু করি।

.
১.প্রথমে ওয়াটার ক্যান টা নি টিফিন বক্স মাপ বরাবর নিয়ে মার্ক করে নিন।আমার সুবিধার জন্য আমি ১টা কাপড়ে ফুল তুলনোর যে circle আছে তা দিয়ে মার্ক করে নিলাম।


২.এইবার মার্ক করা স্থান চুরি বা কাটার দিয়ে কেটে নিন।


৩.এইবার টিফিন বক্সটি নিন ঠিক ছবির মত করে মার্ক দিয়ে  কেটে নিন।


৪.ওয়াটার ক্যানে,টিফিন বক্সটি বসিয়ে দিন। যদি টিফিন বক্সটি শক্ত করেনা বসে তাহলে হট গ্লু বা সুপার গ্লু দিয়ে শক্ত বসিয়ে দিন।

৫.উপরে একটি ছিদ্র করে হ্যোমিওপ্যাথিক এর টিউব টি বসিয়ে দিন।


৬.এইবার রেগুলেটরি দিয়ে সেট করা বাল্ব
বসিয়ে দিন।


৭.ওয়াটার ক্যান এর ভিতরে তুষ অথবা গাছের,ফ্যানিচারের যে ভূষি হয় তা দিতে পারবেন।

৮.যে ডিম গুলো ফুটাইবেন তা নিচের  ছবির মতো করে মার্ক দিন।কিসের জন্য মার্ক করবেন তা শেষে বুঝাবো।

৯.এইবার ডিম গুলো একটি একটি করে বসান।

১০.বাটিতে পানি নিয়ে & temperature মিটার বসাই।


ব্যস হয়ে গেল ইনকিউবেটর তৈরি।

NOTE:
১.তাপমাত্রা (৩৭°-৪১°)& আদ্রতা (৫০°-৬৫°) নিয়ন্ত্রণে রাখবেন যা আপনি রেগুলেটরি দিয়ে করবেন।

২.দিনে ৩ বার করে ডিম গুলো উল্টাবেন যার জন্য মার্ক দেয়া হয়েছিল।এইভাবে ১৮ দিন করবেন এরপর আর করবেনা।

এবং ২১-২৩ দিনের মধ্যেই ডিম ফুটে মুরগির বাচ্চা বাহির হবে ইনশাআল্লাহ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *