মোবাইল দিয়ে যারা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরী করেন, তাদের জন্য ভিডিও কনভার্ট করার একটি এ্যাপ।

আসসালামু আলাইকুম।
হে আজ নতুন একটা আর্টিকেল নিয়ে হাজির হলাম।
যারা ইউটিউবে কাজ করেন, নিজেদের চ্যানেল আছে এবং মোবাইল দিয়ে ভিডিও তৈরী করে ; ভিডিও তৈরী করার পর দেখা য়ায় ৪ মিনিটের ভিডিওতে ৫০ – ৬০ মেগাবাইট হয়ে যায়।

এতো বেশী মেগাবাইটের ভিডিও হলে যাদের ওয়াই ফাই নেই ডাটা দিয়ে ভিডিও আপলোড করতে হয় তাদের মেগাবাইট কিনতে কিনতে বড়লোক হয়ে যাবে, তাইনা???

আজ যে এ্যাপটি নিয়ে রিভিউ দিতে বসেছি, এটি খুবই ভালো একটি এ্যাপ মোবাইল ব্যাবহারকারী ইউটিউবারদের জন্য।
এ্যাপটির নাম হলো ভিডিও কম্প্রেশ।
(১) এটি দিয়ে আপনি খুব সহজেই বড় মেগাবাইটের ভিডিওকে রেজুলেশন ঠিক রেখে ভিডিওর মেগাবাইট কমাতে পারবেন।
(২) ভিডিও থেকে অডিও কনভার্ট করতে পারবেন।
(৩) ভিডিও রুটেট করতে পারবেন।
(৪) ভিডিও ফাস্ট মুডে রেখে ইডিট করতে পারবেন।

(৫) ভিডিও কাট করে কম্প্রেশ করতে পারবেন।

কি কি ফিচার আছে স্কিনসট দিলাম দেখুন।

দেখলেন তো!!!!
এ্যাপটির সাইজঃ ১২ মেগাবাইট।
এ্যাপ ভার্সনঃ ৩.৭.০৩

এই এ্যাপটি দিয়ে ২০ মেগাবাইটে রেখে কম্প্রেশ করলে ২০ মেগাবাইটই হবে, হয়তো একটু তফাৎ হতে পারে ২০০ কেবি বেশি হতে পারে ;
কিন্তু এই ভার্সনটি ছাড়া অন্য গুলাতে ২০ মেগাবাইটে রেখে কম্প্রেশ করলে ৩০ মেগাবাইট হয়।

**** এই এ্যাপ নিয়ে এক বছর আগে আমিই পোস্ট করেছিলাম, সেই ভার্সনের এ্যাপটি দিয়ে কনভার্ট করলে ২০ মেগায় রেখে করলে ৩০ মেগাবাইট হয়ে যায়।
তাই এ নতুন পোস্ট করা।
সবার যাতে উপকার হয় এ কারনেই এতো কষ্ট না ঘুমিয়ে লেখা, যদি পোস্ট টি খারাপ লাগে রিপোর্ট করেন যেন রুলসের বাহিরে গেলে ডিলিট করে দেয়।

আজকের মতো এখানেই শেষ করলাম৷

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *